How to make Biulir Dal Recipe
Biulir Dal Recipe – Bengali Dal Recipe. আজ আমি শেয়ার করবো নিরামিষ বিউলির ডাল রান্না ,যা একবার খেলে মন ভরে যাবে। এটি আমরা রান্না করব খুব সহজভাবে কিন্তু এইভাবে রান্না করলে এর স্বাদ হবে অসাধারন। তাহলে চলুন শিখে নাওয়া যাক এই রান্না কিভাবে করতে হয়?
আমার প্রিয় আরো রেসিপি দেখতে হলে এখানে ক্লিক করুন – # Bengali Chirer Payesh Recipe
# Ilish Macher Tel Jhal
Biulir Dal Ingredients
❤ Black Gram
❤ Fennel Seeds 1/2 tsp
❤ Ginger little
❤ Green chilli 1
❤ Turmeric Powder 1/4 tsp
❤ Fennel Seeds 1/4 tsp
❤ Nigella Seeds little
❤ Dry Red Chilli 2
❤ Bay leaf 1
❤ Mustard Oil
উপকরণঃ
বিউলির ডাল রান্না করতে কি কি লাগবে দেখে নিনঃ-
❤ বিউলি ডাল ১/২ কাপ
❤ গোটা মৌরি ১/২ চামচ
❤ আদা ১ টুকরো
❤ কাঁচা লঙ্কা ১ টি
❤ গোটা মৌরি + আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিতে হবে।
❤ হলুদ গুঁড়ো ১/৪ চামচ
❤ ফোড়নের জন্য বেশ কিছু উপকরণ লাগছে – যেমন গোটা মৌরি ১/৪ চামচ
❤ কালোজিরে সামান্য
❤ কাঁচা লঙ্কা চেরা ১টি
❤ শুকনো লঙ্কা ২টি
❤ তেজপাতা ১টি
❤ আর লাগবে সরষের তেল।।
প্রনালিঃ
বিউলির ডাল কি ভাবে বানাবেন দেখে নিনঃ
👉 বিউলির ডাল ভাজবার জন্য কড়াইতে নিতে হবে।
এবার ডালটা ভেজে নিন, তবে তেল না দিয়েই কিন্তু ভাজতে হবে।
খেয়াল রাখতে হবে ডাল যেন পুরে না যায়।
👉 ডাল ভাজা হলে নামিয়ে নিন।
👉 এরপর একটা পাত্রে জল নিতে হবে।এবার এর মধ্যে ভাজা ডাল দিয়ে দিন। এখন ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে হবে।
👉 এরপর ডালের জলটা ফেলে দিন।
👉 এবার ডাল সেদ্ধ করবার জন্য কুকারে ভাজা বিউলির ডাল নিয়ে নিতে হবে।
👉 ওরমধ্যে ১ + ১/২ কাপ জল দিতে হবে।
কুকারের মুখটা ঢাকনা দিয়ে আটকে দিন।
👉 এখন এটা ৭টা সিটি দিয়ে নিতে হবে, কারন এই ডাল সেদ্ধ হতে একটু সময় নেয় ।
👉 ৭টা সিটি দেওয়া হলে, গ্যাসটা বন্ধ করে দিন।কুকারের বাস্প কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে।কিছুক্ষন পর কুকারের ঢাকনাটা খুলে নিন।
👉 এই ডাল সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না।ডাল গলে গেলে তখন খেতে ভালো হবে না।
👉 সেদ্ধ ডালের মধ্যে হলুদ গুঁড়ো ১/৪ চামচ দিয়ে দিতে হবে।
👉 এরপর ডাল ঘুঁটনি দিয়ে ডাল ঘেঁটে নিতে হবে। তবে ডাল খুব বেশি ঘাটার দরকার নাই।
👉 এবার এর মধ্যে দিতে হবে ১ কাপ জল, জলটা হালকা গরম হলে ভালো হয়। এবার কুকারটা গ্যাস থেকে নামিয়ে নিতে হবে।
👉 এরপর কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিন।
👉 তেলের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে- তেজপাতা, শুকনো লঙ্কা দুটি ছিঁড়ে দিয়ে দিতে হবে, গোটা মৌরি,কালোজিরে আর কাঁচা লঙ্কা চেরা।
👉 এবার এই সব উপকরণ একটু নাড়াচাড়া করে নিতে হবে।
👉 এরপর দিয়ে দিন আদা, গোটা মৌরি আর কাঁচা লঙ্কা বাটা। তেলে আদা, গোটা মৌরি আর কাঁচা লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায় ।
👉 এরপর সেদ্ধ করা ডাল দিয়ে দিন কড়াইতে। আর দিতে হবে পরিমাণ মতো নুন।
👉 আপনারা চাইলে এতে সামান্য চিনি দিতে পারেন।
👉 সব উপকরণ মিশিয়ে নিতে হবে।
👉 এবার এটা ভালোভাবে ফুটতে দিন।
👉 ডাল ফুটে উঠলে আঁচটা বন্ধ করে দিতে হবে।
এবার এটা নামিয়ে নিন।
👉 তৈরি হয়ে গেল নিরামিষ বিউলির ডাল।।