Bengali Chirer Payesh Recipe

Bengali Chirer Payesh recipe: It is very tasty and delicious Bengali Amm Chirer Payesh Recipe. আজ আমি চিঁড়ে আর আম দিয়ে মজাদার পায়েস বানিয়ে দেখাবো, যা একবার খেলে মনে হবে অমৃত। এটা খুব গরম গরম পরিবেশন না করে একটু ঠাণ্ডা করে পরিবেশন করলে ভালো হয়। তা হলে দেরি না করে দেখে নিন এই Chirer Payesh বানাতে কি কি উপকরণ লাগছে –
আপনি আমাদের Bhapa Doi Recipe টিও দেখতে পারেন

Bengali chirer payesh recipe Ingredients:

উপকরণঃ
চিঁড়ে ৫০ গ্রাম
দুধ ৩০০ মিলি.
ঘি ১ চামচ
জল
কাজু বাদাম
কিশমিশ
পাকা আম ১/২
এলাচ ২টি
গুঁড়ো দুধ ১ টেবিল চামচ
নুন খুবই সামান্য
আর লাগবে চিনি ২ টেবিল চামচ ।।

Ingredients:
Flattened Rice 50 gm
Milk 300 ml
Ghee 1 tsp
Water
Cashew
Raisins
Mango ½
Cardamom 2
Milk powder 1 tbsp
Salt little bit
Sugar 2 tbsp

How to make Bengali chirer payesh recipe?

প্রণালীঃ
* চিঁড়ের পায়েস বানাতে অবশ্যই লাগছে চিঁড়ে। এখানে ৫০ গ্রাম চিঁড়ে লাগছে।
* প্রথমে চিঁড়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। ২ থেকে ৩ বার জল ফেলে দিয়ে চিঁড়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
* চিঁড়ে ভালোভাবে ধোয়া হলে জল নিংড়ে চিঁড়ে তুলে নিন।
* এরপর চিঁড়ে তে ১/২ চামচ ঘি দিতে হবে। ঘি চিঁড়েতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
* এখানে ১টা পাকা আম লাগছে; তবে এতে গোটা ব্যাবহার না করে অর্ধেক নিলে ভালো হয়। আমের খোসা আর আঁটি ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে।
* এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিন।
* কড়াই এর মধ্যে ১/২ চামচ ঘি দিয়ে দিন।
* ঘি গলিয়ে নিতে হবে।
* ঘি গলে গেলে কিছু কাজু বাদাম দু ভাগ করে দিয়ে দিতে হবে।
* ঘি এ কাজু বাদাম হালকা ভেজে নিতে হবে।
* কাজু বাদাম হালকা ভাজা হলে ওতে কিছু কিশমিস দিয়ে দিন।
* এবার ঘি এ কাজু – কিশমিস ভালোভাবে ভেজে তুলে নিন।
* এরপর কড়াইতে ৩০০ মিলি. দুধ দিয়ে দিন। আর ২টি এলাচ ফাটিয়ে দিয়ে দিন।
* এবার দুধ হালকা গরম হতে দিন।
* দুধ হালকা গরম হলে ১টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিন, এতে স্বাদটা আরও ভালো আসবে।
* দুধ আর গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিন। আর ভালোভাবে ফুটিয়ে নিন।
* দুধ ফুটে উঠলে ওরমধ্যে ঘি মাখানো ধোয়া চিঁড়ে দিয়ে দিন। খুব সামান্য নুন । আর ভাজা কাজু – কিশমিস দিয়ে দিন।
* সব উপকরণ মিশিয়ে নিন। আর আঁচটা কমিয়ে দিন।
* এখন এটা ৫ মিনিট এর মতো হতে দিতে হবে। তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে।

Bengali chirer payesh recipe step 2

* ৫ মিনিট পর দিয়ে দিন ২ টেবিল চামচ চিনি।
সব উপকরণ আবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে সব চিনি গলে যায়।
* এরপর পাকা আমের টুকরো দিয়ে দিন।
* সব উপকরণ আবার নাড়াচাড়া করে দিন। আর হতে দিন ২ মিনিট এর মতো, তবে আঁচ কমিয়ে।
* ২ মিনিট পর নামিয়ে নিন Chirer Payesh ।
* এই Chirer Payesh গরম গরম পরিবেশন না করে একটু ঠাণ্ডা করে পরিবেশন করলে ভালো হয়।।

Follow us

Leave a Comment

error: Content is protected !!