বিকাল বেলা আমরা বাঙ্গালীরা চা-মুড়ি নাহলে চপ-মুড়ি প্রায় সবাই খেয়ে থাকি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সহজ রেসিপি, যা খেলে আপনি বার বার খেতে চাইবেন। এটা দারুন সহজ একটি রেসিপি – যা আপনার বিকেল বেলাটা জমিয়ে দেবে। ডিম আর মুড়ি দিয়ে ঝটফট বানিয়ে ফেলুন আর এক-কাপ চায়ের সাথে পরিবেশন করুন। যেকেউ খুশী হয়ে যাবে এটা পেলে। তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন রেসিপিটি।
মুড়ি আর ডিম দিয়ে পারফেক্ট রেসিপি
Puffed Rice with Egg – Tiffin Recipe; Learn Bengali Tiffin Recipeeasily at home. It is very easy and tasty Breakfast Recipe. মুড়ি আর ডিম দিয়ে পারফেক্ট রেসিপি যা সকাল বিকালের টিফিন জমিয়ে দেবে।
Puffed Rice with Egg - Ingredients:
❤ Puffed Rice 1 bowl ❤ Egg 1 ❤ Chopped Onion 1 ❤ Chopped Green Chilli 1 ❤ Cumin Seeds little ❤ Peanut ❤ Salt to taste ❤ Mustard Oil ❤ Dry Red Chilli 1
উপকরণঃ
✔ মুড়ি ১ বাটি ✔ ডিম ১টি ✔ পেঁয়াজ কুঁচি ১ ✔ কাঁচা লঙ্কা কুঁচি ১ ✔ গোটা জিরে সামান্য ✔ বাদাম ✔ নুন পরিমাণ মতো ✔ সরষের তেল ✔ আর লাগবে শুকনো লঙ্কা ১টি
How to make Puffed Rice with Egg?
👉 প্রথমে কড়াই গরম করে তেল দিতে হবে। 👉 তেল গরম হলে দিয়ে দিতে হবে গোটা জিরে, শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিতে হবে আর দিতে হবে বাদাম। 👉 বাদাম ভেজে নিতে হবে। 👉 এবার দিয়ে দিন পেঁয়াজ কুঁচি আর কাঁচা লঙ্কা কুঁচি। সব উপকরণ ভেজে নিতে হবে। 👉 পেঁয়াজ ভাজা হলে পেঁয়াজ ভাজা কড়াই এর এক দিকে সরিয়ে নিতে হবে। 👉 এরপর কড়াইতে ডিমটা ফাটিয়ে দিয়ে দিতে হবে। আর দিতে হবে সামান্য নুন। 👉 এবার ডিমটা ভুজিয়া বানিয়ে নিতে হবে। 👉 পেঁয়াজ আর ডিম আবার ভেজে নিতে হবে। 👉 এরপর দিয়ে দিন মুড়ি। 👉 ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিন। ❤ তৈরি হয়ে গেল ডিম মুড়ি ❤