Echor Posto Recipe – Bengali Echor Posto Recipe

Echor Posto Recipe – Bengali Echor Posto Recipe ; আজ আমি শেয়ার করব এঁচোড় পোস্ত; কি প্রথম শুনছেন বুঝি এমন রেসিপির নাম ? ঝিঙে পোস্ত বা আলু পোস্তর মতই কিন্তু খেতে টেস্ট হয় এই এঁচোড় পোস্তর। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমি এটা বানিয়ে থাকি। আর এখন তো বাজার এ এঁচোড় পাওয়া যায়। আর পোস্ত আমাদের বাঙালীদের তো প্রিয় খাবার।
আমার আরও মজার রেসিপি দেখতে এখানে ক্লিক করুন – Biulir Dal Recipe & Fish Fry Recipe
তা হলে দেখে নিন এই এঁচোড় পোস্ত বানাতে কি কি লাগছে –

Ingredients : -

* Jack Fruit 250 gm
* Poppy Seeds Paste 4 tbsp
* Mustard Oil
* Cinnamon 1
* Cardamom 4
* Clove 4
* Cumin Seeds little
* Ginger + Garlic paste 1 tsp
* Red Chilli powder 1/2 tsp
* Turmeric powder 1/4 tsp
* Cumin powder 1/2 tsp
* Salt to taste
* Green Chilli 3
* Garam masala powder little

উপকরণঃ-

* এঁচোড় ২৫০ গ্রাম ( এঁচোড় এর খোসা ফেলে দিয়ে কিন্তু ছোট ছোট করে কাটতে হবে। আর এই এঁচোড় পোস্ত বানতে নরম এঁচোড় হলে ভালো হয় ) ।
* পোস্ত ৪ টেবিল চামচ ( জল দিয়ে পোস্ত টা ভালোভাবে বেটে নিতে হবে)
* সরষের তেল
* দারচিনি ১
* এলাচ ৪
* লবঙ্গ ৪
* গোটা জিরা সামান্য
* আদা – রুসুন বাটা ১ চামচ
* লঙ্কা গুঁড়ো ১/২ চামচ
* হলুদ গুঁড়ো ১/৪ চামচ
* জিরা গুঁড়ো ১/২ চামচ
* নুন পরিমাণ মতো
* কাঁচা লঙ্কা ৩টি
* গরম মশালা গুঁড়ো সামান্য

Echor Posto Recipe step by step ?

প্রণালী –

* এঁচোড় পোস্ত বানানোর জন্য কড়াই গরম করে তেল দিতে হবে।

* তেল গরম হলে তেলে ফোড়ন দিয়ে দিতে হবে এলাচ, লবঙ্গ ,দারচিনি আর গোটা জিরে।

* তেলে গোটা মশলা সামান্য নাড়াচাড়া করে নিতে হবে, যাতে গন্ধ টা ভালো আসে।

* এবার এঁচোড় দিয়ে দিতে হবে। আমি এখানে খুবই নরম এঁচোড় নিয়েছি তাই সেদ্ধ করলাম না। আপনারা চাইলে এঁচোড় আগে একটু সেদ্ধ করে নিয়ে এই রান্নাটা করতে পারেন।

* এখন এঁচোড় টা ভালোভাবে ভেজে নিতে হবে কারন এঁচোড় এ একটা আঠা ভাব থাকে। তবে এঁচোড় ভালোভাবে ভাজলে সেই আঠা ভাবটা চলে যায়।

* এঁচোড় ভালোভাবে ভাজা হলে ওতে আদা – রুসুন বাটাটা দিয়ে দিতে হবে।

* আদা- রুসুন তেলে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়।

* এরপর এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো , জিরা গুঁড়ো, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর দিতে হবে পোস্ত বাটা। পোস্ত বাটার পাত্রে পোস্ত লেগে থাকলে তা ধুয়ে দিয়ে দিতে হবে।

* এবার সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পোস্ত বাটার কাঁচা গন্ধ টা চলে যায়।

* এরপর দিয়ে দিতে হবে জল। এঁচোড় যেন ডুবে থাকে সেই মতো জল দিতে হবে।

* গ্রেভি ফুটে উঠলে ঢাকা দিয়ে হতে দিতে হবে ১৫ মিনিট, তবে আঁচটা কমিয়ে দিতে হবে।

* ১৫ মিনিট পর ঢাকা খুলে নিন। ছড়িয়ে দিতে হবে গরম মশালা গুঁড়ো।

* মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল Echor Posto Recipe .

* এই এঁচোড় পোস্ত গরম ভাত দিয়ে পরিবেশন করতে পারেন।

Leave a Comment

error: Content is protected !!